জোর করে তাঁর বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাঁর পরিবার। কিন্তু ওই বিয়ে করতে তাঁর আপত্তি ছিল। উপায়ান্তর না দেখে একেবারে দেশ ছেড়েই পালান এক সৌদি তরুণী। সৌদি আরব ছেড়ে পালিয়ে চলে আসেন ব্যাংকক-এ। ১৮ বছরের ওই তরুণী জানিয়েছেন, জোর করে তাঁর বিয়ে দেওয়ার চেষ্টা এড়াতে তিনি প্রথমে কুয়েত পালিয়ে আসেন। সেখান থেকে একটি ব্যাংককের ফ্লাইট ধরেন। ব্যাংককে আসলেও তাঁকে ফের কুয়েত পাঠানোর চেষ্টা করে কুয়েত এয়ারওয়েজ। তাঁকে জানানো হয় কুয়েতে নামলে সেখানে তাঁকে নিতে হাজির থাকবেন তাঁর পরিবারের লোকজন। এই অবস্থায় তিনি থাইল্যান্ডে কিছুদিন থাকার আর্জি জানান। জানান তাঁকে যদি দেশে ফেরানো হয় তবে এভাবে পালানোর জন্য তাঁর পরিবার তাঁকে প্রাণে মেরে ফেলবে।
ওই তরুণীর আর্জিতে কাজ হয়। তিনি ব্যাংকক বিমানবন্দরের একটি হোটেলে থাকা অবস্থায় তাঁকে শরণার্থী তকমা দেয় রাষ্ট্রসংঘ। একজন শরণার্থী হিসাবে তাঁর থাকার বন্দোবস্তের জন্য অস্ট্রেলিয়াকে জানিয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী এজেন্সি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)