নাম কা ওয়াস্তে বিয়ে। না পাত্র কোনও কালে পাত্রীর সঙ্গে ঘর করেছে। না পাত্রী কোনও কালে পাত্রের সঙ্গে রাত কাটিয়েছে। তবু খাতায় কলমে তারা বিবাহিত। আসলে এ এক বিশাল চক্র। থাইল্যান্ডে ইদানিং এর রমরমাও হয়েছে। উদ্দেশ্য একটাই। ভারতীয় পুরুষরা যাতে থাইল্যান্ডে থাকার রেসিডেন্সিয়াল ভিসা হাতে পেয়ে যান। থাই মহিলাকে বিয়ে করলে এই সুযোগ রয়েছে সে দেশে। আর সেই আইনকেই বেআইনি পথে ব্যবহার করছে একটা চক্র বলে অভিযোগ। কিন্তু কীভাবে? থাই প্রশাসন জানাচ্ছে, মহিলাদের ৮ থেরে ১০ হাজার থাই মুদ্রার বিনিময়ে রেজিস্টার করা হয়। এদের সঙ্গে ভারত থেকে আসা কোনও পুরুষের বিয়ে দেওয়া হয়। কে কাকে বিয়ে করল জানতেও পারেনা। পুরোটাই খাতায় কলমে।
এমনই এক এজেন্টকে গ্রেফতার করল থাই পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২৭ জন থাই মহিলাকেও। এরা অর্থের বিনিময়ে এই মিথ্যে বিয়ে করত। পুলিশ জানাচ্ছে, ধৃত মহিলাদের মধ্যে একজনের বয়স ৭০ বছর। তার পরিবার, নাতিপুতি সবই রয়েছে। কেবল কিছু অর্থ উপার্জনের জন্য এরা এজেন্ট মারফত বিয়ে করত। কিন্তু জানতেও পারত না কাকে বিয়ে করছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)