শপিং মলে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। ৭ জন আগুনে কমবেশি আহত হয়েছেন। আগুন লাগে বিকেলে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণেও আসে। কিন্তু তার মধ্যেই ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এঁদের মধ্যে ২ জন ৯ তলা থেকে বাঁচার জন্য নিচে ঝাঁপ দেন। সেই ছবিও ক্যামেরাবন্দি হয়। মুহুর্তে তা ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে ব্যাংককে। এখানে সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলে বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। আগুন লাগে শপিং মলের ৯ তলায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিশেহারা হয়ে চিৎকার শুরু করেন অনেকে। এরমধ্যেই বাঁচার আশায় মরণ ঝাঁপের ঘটনা ঘটে। সন্ধে ৬টা ১০-এ আগুন নিয়ন্ত্রণে আসে। যে ২ জন ঝাঁপ দেন তাঁদের মধ্যে ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দ্বিতীয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এমন ভরা সময়ে আগুন লাগার ঘটনায় ব্যাংকক জুড়ে চর্চা শুরু হয়। এখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। ফলে শপিং মলে আগুন পর্যটকদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি করে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)