৪০ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছিল থাইল্যান্ডের পুদিত কিত্তিথ্রাদিলক। এতগুলো মানুষের রক্ত জল করা টাকা নিয়ে ছলনা করার সাজাও হল ভয়ংকর। আমৃত্যু হাজতবাস নয়, ‘মরণোত্তর’ হাজতবাসের সাজা দিল তাকে থাইল্যান্ডের আদালত! গত কয়েক বছরে অভিযুক্তের বিরুদ্ধে ২৬৫৩টি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল থানায়। প্রায় ১৬০ মিলিয়ন ডলার পুদিত নিজের পকেটস্থ করে বলে অভিযোগ ওঠে। ৩৪ বছরের পুদিত বিভিন্ন মানুষকে তার কোম্পানিতে টাকা লগ্নি করতে উৎসাহ দিত বলে জানা গেছে। বিনিময়ে লগ্নিকারীদের দ্বিগুণ টাকা পাইয়ে দেওয়ার নাম করে সব টাকা সে আত্মসাৎ করত। সেই টাকা দিয়ে পূর্বের ধার দেনা সে শোধ করত বলে তদন্তে জানতে পারে ব্যাংকক পুলিশ।
পুদিত কিত্তিথ্রাদিলককে প্রথমে সহস্র জালিয়াতির জন্য ১৩২৭৫ বছরের কারাবাসের নিদান দেন বিচারপতিরা। তবে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় পুদিতের হাজতবাসের মেয়াদ অর্ধেক করে দেন তাঁরা। অবশ্য মেয়াদের পরিমাণ নেহাত কম নয়। ৬৬৩৭ বছর ৬ মাস জেল। এর সাথে অভিযুক্ত ও তার সংস্থাকে প্রতারিতদের হাতে ১৭ মিলিয়ন ডলার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।