এও এক হোলি, তবে রং থাকেনা, ঠান্ডা জল ঢালা হয় সকলের গায়ে
হোলি তবে হোলি নয়। টোমাটিনা উৎসবে যেমন টমেটো মাখিয়ে প্রায় হোলি হয়। তেমনই এখানে হয় জলের হোলি। যেখানে ঠান্ডা জল ঢালা হল সকলের গায়ে।
ভারতে হোলি মানেই তো রংয়ের রংবাজি। তবে এত রং বিশ্বের অন্য কোথাও খেলা হয়না। তবে হোলির মত উৎসব ভারতের বাইরেও রয়েছে। যেমন এই বসন্তেই এক উৎসব পালিত হয়, যেখানে স্রেফ সাদা জল ঢেলে দেওয়া হয়। তাও আবার ঠান্ডা।
যেখানে পথচলতি মানুষকেও রেয়াত করেননা এই জলের হোলিতে মেতে ওঠা মানুষজন। রাস্তায় গাড়িতে থাকা মানুষের গায়েও ঢেলে দেওয়া হয় জল।
সময়টা এপ্রিল মাস। ওই সময়ই এই জলের হোলি খেলা হয় থাইল্যান্ডে। সংক্রান নামে এই জলের হোলি স্থানীয়রা দারুণ উপভোগ করেন। তরুণ প্রজন্মই সবচেয়ে বেশি শামিল হয় এই উৎসবে। যাঁরা জল হাতে তৈরি থাকেন।
আর কোনও শুকনো পোশাক পরা মানুষ দেখলেই তাঁর গায়ে ঢেলে দেওয়া হয় জল। এমনকি পিচকারিও ব্যাবহার হয় এই জল ছোঁড়ার জন্য। হোলির মত সবটাই। শুধু রংটা বাদ। হোলিতে জলে রং থাকে। আর এখানে থাকে সাদা জল।
সংক্রান যেমন থাইল্যান্ডের এক আনন্দ উৎসব তেমন এর সঙ্গে শুধু জলক্রীড়া মিশে নেই। মিশে আছে নতুন বছরকে আহ্বান জানানোও। সংক্রান উৎসবের হাত ধরে থাইল্যান্ডে স্বাগত জানানো হয় নতুন বছরকে।
তাই এই জলের হোলি খেলায় বাড়তি উৎসাহ যুক্ত হয়। গোটা দেশেই পালিত হয় এই জলের হোলি খেলা। এমনকি যাঁরা জল নিয়ে তৈরি থাকেন তাঁদের পাল্টা মোকাবিলার জন্য বাকিরাও রাস্তায় বার হন হাতে জল ভরা পিচকারি নিয়ে।