প্রেম করতে যাওয়ার জন্য ছুটি দিচ্ছে এক সংস্থা, কাটা যাবেনা বেতনও
অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনেও ছুটি মিলবে কিনা তা নিয়ে চিন্তায় থাকেন অধিকাংশ সংস্থার কর্মীরা। কিন্তু এ সংস্থা প্রেম করতে যাওয়ার জন্যও ছুটি দিচ্ছে তার কর্মীদের।
মন ভাল করা স্বপ্ন যদি বাস্তব হয়ে যায় তাহলে তাতে আহ্লাদে আটখানা হতেই পারেন যে কেউ। একটি সংস্থা তার কর্মীদের জন্য এমনই একটি ব্যবস্থা করেছে। কোনও কর্মী প্রেম করতে যাওয়ার জন্য ছুটি চাইলে তা মঞ্জুর করছে সংস্থা।
এমন নয় যে শুধু ছুটিই মঞ্জুর করছে। সেই সঙ্গে ওই ছুটির জন্য বেতনও কাটছে না। মানে সবেতন ছুটি পাচ্ছেন সংস্থার কর্মীরা। যাতে তাঁরা প্রেম করতে যেতে পারেন।
ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে প্রেম করতে গেলে এই সুযোগ বেশি করে মিলছে। এই ছুটির নামই হয়ে গেছে টিন্ডার লিভ। তবে চিরদিনের জন্য এই ছুটির সুবিধা থাকবেনা। আগামী ডিসেম্বর পর্যন্ত সংস্থা আপাতত এই ছুটির সুযোগ দিচ্ছে।
সংস্থার নাম জানার ইচ্ছা হওয়াটা স্বাভাবিক। তবে এ সংস্থা কোনও ভারতীয় সংস্থা নয়। থাইল্যান্ডের একটি মার্কেটিং সংস্থা এই হইচই ফেলে দেওয়া ছুটির ব্যবস্থা করেছে তার সংস্থার কর্মীদের জন্য।
অভিনব এই ভাবনার কারণ কর্মীদের মন ভাল রাখা। কর্মীদের মন ভাল থাকলে কাজও ভাল হবে। তাতে আখেরে লাভ হবে সংস্থারই। এটাই সংস্থার ভাবনা।
এই খবর অবশ্য সংস্থার অন্দরে চাপা থাকেনি। বরং সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এটা জানার পর অনেক সংস্থার কর্মীরই মনে হচ্ছে তাঁর সংস্থাতেও যদি এমন সুযোগ থাকত!