বেশিক্ষণ লাগছে না। ব্যথাও হচ্ছে না। এসো, করো, চলে যাও। লেজার চিকিৎসার পর কোনও বিশেষ যত্নেরও প্রয়োজন নেই। অথচ মুহুর্তে পুরুষাঙ্গের চামড়া সাদা ধবধবে হয়ে যাচ্ছে ম্যাজিকের মত। ফেসবুকে এমনই এক দাবি শোরগোল ফেলে দিয়েছে। থাইল্যান্ডের এক হাসপাতাল কর্মী তাঁদের হাসপাতালের এই বিশেষ চিকিৎসার কথা রাষ্ট্র করে দিয়েছেন। একটি ভিডিও-ও প্রকাশ করেছিলেন ফেসবুকে। আর তার ফল হয়েছে দুর্দান্ত। বিভিন্ন দেশ থেকে হাজারে হাজারে প্রশ্ন, প্রতিক্রিয়া এসেছে। আগাম বুকিংও নাকি শুরু হয়েছে। আর সেই বুকিং সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতাল।
হাসপাতালের দাবি, লেজার পদ্ধতিতে এভাবে পুরুষাঙ্গকে সাদা করে নেওয়ায় কোনও ঝুঁকি নেই। ফলে মানুষ নাকি নিশ্চিন্তেই পুরুষাঙ্গকে সাদা করে নিতে পারেন এখানে এসে। তবে এতে একাংশের মনের সন্দেহ দূর হয়নি। তাঁরা চেয়ে আছেন সরকারি প্রতিক্রিয়া বা শিলমোহরপ্রাপ্তির দিকে। তবেই এই পথে হাঁটতে চান তাঁরা। তবে হাসপাতাল দাবি করছে এখনও পর্যন্ত যাঁরাই এই লেজার ট্রিটমেন্ট করিয়েছেন তাঁরা কেউই কোনও অভিযোগ করেননি। তাঁরা খুশি। ভারতীয় মুদ্রায় এই পুরুষাঙ্গ সাদা করার লেজার চিকিৎসার খরচ পড়ছে প্রায় ১০ হাজার টাকার কাছাকাছি।