ফাঁক দিয়ে গলতে পারলে খাবারের দামে ছাড়, রেস্তোরাঁর আজব অফার
একটি রেস্তোরাঁর সদর দরজাতেই রয়েছে খাবারে ছাড় পাওয়ার উপায়। তবে শর্ত আছে। সে শর্ত হল সব মিলিয়ে ৫টি ফাঁক রয়েছে। গলতে হবে তার একটি দিয়ে।

অনেক সময়ই ক্রেতাদের আকর্ষিত করতে নানাধরনের ছাড়ের কথা ঘোষণা করে থাকে অনেক রেস্তোরাঁ। সেই অফার দেখে হাজির হন ক্রেতারা। তবে একটি রেস্তোরাঁ সে রাস্তায় হাঁটেনি। চেনা পথে ক্রেতাদের ছাড় না দিয়ে এক আজব পথে তারা ছাড়ের কথা জানাচ্ছে ক্রেতাদের।
আর সে ছাড় ক্রেতাকেই অর্জন করে নিতে হবে। এই রেস্তোরাঁটির সদর দরজা পার করার সময়ই একজন ক্রেতা তাঁর খাবারের দামে কতটা ছাড় পাবেন তা নিশ্চিত করতে পারেন। ওই রেস্তোরাঁ তার দরজায় রড দিয়ে তৈরি ৫টি ফাঁক তৈরি করেছে। যেখান দিয়ে মানুষ গলতে পারবেন।
তবে ফাঁকগুলি একই মাপের নয়। ছোট থেকে ক্রমশ বড় হয়েছে ফাঁক। মানুষের চেহারার অনুযায়ী তিনি সেই ফাঁক গলে ঢুকতে পারবেন। ছাড়ের শর্ত এটাই। যে ৫টি ফাঁক রয়েছে তার ওপরে লেখা ২০ শতাংশ, ১৫ শতাংশ, ১০ শতাংশ, ৫ শতাংশ এবং কোনও ছাড় নেই।
২০ শতাংশ ছাড় পেতে যে ফাঁক গলে ঢুকতে হবে সেটি সবচেয়ে ছোট। ক্রমশ ফাঁক যত চওড়া হয়েছে ছাড় তত কমেছে। প্রথম ৪টির একটি দিয়েও যিনি নিজেকে গলাতে পারবেননা তাঁর জন্য একটি বিশাল ফাঁক রয়েছে। যেখান দিয়ে যে কোনও চেহারার মানুষ অক্লেশে গলে যাবেন। কিন্তু সেই ফাঁক দিয়ে গলায় কোনও ছাড় নেই।
অনেক ক্রেতাই রেস্তোরাঁয় প্রবেশের সময় ওই ফাঁক দিয়ে গলার চেষ্টা করেন। অনেকে ছাড়ও অর্জন করেন। খুবই পাতলা চেহারার মানুষ ২০ শতাংশের ফাঁক দিয়ে গলতে পারবেন। যিনি যত বেশি স্থূল চেহারার তাঁর ছাড়ের সম্ভাবনা তত কমবে।
থাইল্যান্ডের চিয়াং মাই শহরের এই চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড নামে রেস্তোরাঁটির এই আজব অফার যেমন ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, তেমনই সমালোচিতও হয়েছে। অনেকের মতে, রেস্তোরাঁটি এই অফার দিয়ে মানুষকে তাঁর চেহারার জন্য আদপে অপমানই করছে।