ভাল চলছিল দোতলা বাসটা। যাত্রীও ছিল যথেষ্ট। গত বুধবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাসটি থাইল্যান্ডের নাখোন রাতচাসিমার হাইওয়ে ধরে ছুটে চলেছিল কালাসিনের দিকে। থাই পুলিশ জানিয়েছে, সেখানেই আচমকা নিয়ন্ত্রণ হারায় বাসটি। ব্রেক ফেল করে। তারপর হাইওয়ে ছেড়ে রাস্তার ধারের সারিবদ্ধ স্টলের বেশ কয়েকটি ভেঙে ঢালু ঘাসজমিতে উল্টে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। ৩১ জন আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।
প্রসঙ্গত পথ দুর্ঘটনার নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে লিবিয়া। তারপরই থাইল্যান্ডের স্থান। সেই থাইল্যান্ডেই নতুন এক দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জনের। বুধবার একটি স্কুলবাসও থাইল্যান্ডে দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই। কেবল বেশ কিছু পড়ুয়া আহত হয়।