জ্বলন্ত বাসে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ২০ জন শ্রমিকের। মৃত শ্রমিকরা প্রত্যেকেই মায়ানমারের বাসিন্দা। ব্যাংককের একটি শিল্পকারখানায় তাঁরা কাজ করতেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে কারখানার তরফে পাঠানো ডবলডেকার বাসে করে তাঁরা কাজে যাচ্ছিলেন। ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় সন্ধে সাড়ে ৭টা। বাস থাইল্যান্ড-মায়ানমার সীমান্তের টাক প্রদেশের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই তাতে আগুন ধরে যায়। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা চালকের দাবি, আগুন লেগেছিল ঠিক বাসের মাঝখানের অংশে। ফলে বাসের সামনের দিকে বসা ২৭ জন শ্রমিক কোনওরকমে প্রাণ বাঁচিয়ে অগ্নিকুণ্ডের বাইরে বেরিয়ে আসেন। দাউদাউ করে জ্বলতে থাকা বাসে আটকে পড়েন পিছনের আসনে বসা শ্রমিকরা।
খবর পেয়ে মাঝরাতেই দমকলবাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভয়ানক আগুন কেড়ে নিয়েছে হতভাগ্য ২০ জন শ্রমিকদের প্রাণ। প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে ১ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কি কারণে বাসটিতে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।