প্রযোজকদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা। তাঁদের সঙ্গে শারীরিক মিলনে রাজি হওয়া। এগুলোতে রাজি না হওয়ার ফল তাঁর কেরিয়ারে পড়েছে। তাঁর কেরিয়ার অনেকটাই এজন্য নষ্ট হয়েছে। এমনই বিস্ফোরক দাবি করলেন হলিউডের মিশন: ইম্পসিবল ২, ক্র্যাশ, দ্যা পারসুইট অফ হ্যাপিনেস-এর মত সিনেমাখ্যাত অভিনেত্রী থান্ডি নিউটন। হ্যাশট্যাগ মিটু বা টাইমস আপ-এর মত আন্দোলনের পাশে দাঁড়িয়ে খোলাখুলি একথা জানালেন বাফটা নমিনেশন পাওয়া অভিনেত্রী।
অভিনেত্রী এক বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, তাঁর কেরিয়ার আরও ওপরে যেতে পারত। কিন্তু তিনি ভাল জায়গায় থাকা ক্ষমতাবান মানুষদের সঙ্গে শুতে পারেননি। এটা তাঁর কেরিয়ারের অনেকটা ক্ষতি করেছে। তিনি বলেন, বেশ কয়েকজনের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তিনি। প্রথমে তিনি বুঝতে পারেননি তাঁর কেরিয়ারের ক্ষতির এটাই কারণ। সম্প্রতি কয়েকজনের সঙ্গে কথা বলার পর এই বিষয়ে নিশ্চিত হন তিনি।
একজন অভিনেত্রীর জন্য ভাল সিনেমায় সুযোগ না পাওয়া অবশ্যই কেরিয়ারের ক্ষতি। আর নিউটন তারই শিকার হয়েছেন। তবে তিনি সাফ জানিয়েছেন, হতে পারে তাঁর কেরিয়ারের ক্ষতি হয়েছে। তবে তিনি নিজের অবস্থান থেকে সরছেননা। তাঁর মতে, একজন অভিনেত্রী হিসাবে শুধু অভিনয় করার ক্ষমতা থাকলেই হবে না! তাঁকে আরও নানা ক্ষমতা ধরতে হবে? তাঁকে শয্যাসঙ্গী হতে হবে? একাধিক মানুষের যৌন লালসা মেটাতে হবে? হলিউডের এই অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, কৈশোরে তিনি এক কাস্টিং ডিরেক্টরের যৌন লালসার শিকার হন। সেই ভয়ংকর অভিজ্ঞতা থেকে নিজেকে বার করে আনতে তাঁর সময় লেগেছিল।
হলিউড থেকে বলিউড। একই ধরনের অভিযোগ নিয়ে মুখ খোলা কিন্তু শুরু করেছেন অভিনেত্রীরা। খোলাখুলি কাস্টিং কাউচের প্রতিবাদে মুখর হচ্ছেন তাঁরা। অনেকেই দীর্ঘদিন চুপ থাকার পর এখন অন্যদের দেখে সাহস পাচ্ছেন। এগিয়ে এসে সিনেমা জগতের অনেক নামকরা ব্যক্তিত্বের বিরুদ্ধে মুখ খুলছেন। নিজেদের তিক্ত অভিজ্ঞতা সকলকে খোলাখুলি জানাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা