প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জীবনকে সামনে রেখে রাজনৈতিক সিনেমা ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে সরব কংগ্রেস নেতৃত্ব। গত বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। তারপরই বেড়েছে রাজনৈতিক উত্তাপ। কংগ্রেসের দাবি সিনেমায় সত্যকে বিকৃত করা হয়েছে। বিজেপি কেন এই সিনেমার প্রচার নিয়ে এত সরব তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। এই অবস্থায় কংগ্রেস শাসিত রাজ্য মধ্যপ্রদেশে আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে চলা এই সিনেমা ব্যান হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল বিজেপিকে সরিয়ে সবে ক্ষমতায় আসা মধ্যপ্রদেশে এই সিনেমার প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে কমল নাথের সরকার।
এমন কানাঘুষোয় জল ঢেলে শুক্রবার মধ্যপ্রদেশের জনসংযোগ দফতর থেকে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়েছে ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মধ্যপ্রদেশে ব্যান করা হয়েছে বলে যে খবর ছড়াচ্ছে তা ভুল এবং বিভ্রান্তিকর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)