একজন যদি উড়তে পারত। আর অন্যজন ঠিকঠাক বড় হয়ে উঠত। তাহলে হয়তো নাগালে পেলে উড়তে থাকাটি অন্যের উদরপূর্তির কারণ হতে পারত। কিন্তু ২ জনের অক্ষমতা তাদের একটা মধুর বন্ধুত্বের জোড়ে বেঁধে ফেলেছে। অন্যদিকে হয়তো শৈশব বন্ধুত্বই শেখায়। স্বাভাবিক খাদ্য খাদক জ্ঞান হয়তো বৃদ্ধি পায় প্রাণিকুলে অনেক পরে। কারণ যাই হোক, এক মিষ্টি পায়রা ও এক অতোধিক মিষ্টি ছোট্ট কুকুর ছানার কাহিনি এখন ইন্টারনেটে ভাইরাল।
একটি পায়রা যে উড়তে পারেনা। আর একটি ছোট্ট কুকুর ছানা যে হাঁটতে পারেনা। ২ জনেই কোথাও গিয়ে অক্ষমতার শিকার। আর সেখান থেকেই ২ জনের পাশাপাশি আসা। সেখান থেকেই বন্ধুত্ব। আর এখন তো অভিন্ন হৃদয় বন্ধুত্ব দুজনের। সারাক্ষণ চলছে খেলা। কেউ কাউকে চোখের আড়াল করতে রাজি নয়। তাদের সেই মধুর মুহুর্তগুলির কিছু ফ্রেম ইন্টারনেটে হুহু করে ছড়াচ্ছে।
ভারতে মিয়া ফাউন্ডেশন নামে একটি এনজিও কাজ করছে। এদের কাজ হল জন্মগতভাবে অক্ষম প্রাণিদের রক্ষা করা। তাদের আলাদা করে এনে রাখা। তাদের বাঁচিয়ে রাখা। এই করতে গিয়েই তারা উদ্ধার করে এই পায়রা ও কুকুরছানাটিকে। তারপর তাদের বন্ধুত্বকে তুলে ধরে সোশ্যাল সাইটে। পায়রাটির নাম হারমন ও কুকুরছানাটির লন্ডি। এই হারমন ও লন্ডি-র খেলা, খুনসুটি, বন্ধুত্ব, ভালবাসা এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে। নেটিজেনরা সকলেই বেজায় খুশি এদের এই বন্ধুত্ব নিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা