
রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। তার পরিবারের দাবি, গত শনিবার তাকে স্কুলে দিয়ে যাওয়া হয়। তারপর থেকে তার আর কোনও খোঁজ নেই। জেঠু এসেছিলেন তাঁকে ছুটির সময় নিতে। কিন্তু সে স্কুলে ছিলনা। ওই ছাত্র কোথায় তা নিয়ে অন্ধকারে স্কুল কর্তৃপক্ষও। স্কটিশের প্রধান শিক্ষক জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই ছাত্রকে স্কুলে আসতে মানা করা হয়েছিল। কেবল তার পরীক্ষায় বসার অনুমতি ছিল। শনিবারও স্কুলের হাজিরা খাতায় তার উপস্থিতি নেই। তবে ওই ছাত্রকে খুঁজে বার করতে স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশকে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে কাঁকুড়গাছির বাসিন্দা ওই ছাত্রের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। বাড়ির লোকজন স্কুল কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছেন। সোমবার স্কুলে বিক্ষোভও দেখান তাঁরা। বড়তলা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার।