ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার ছক বানচাল করে দিল ব্রিটিশ গোয়েন্দা বিভাগ। ইংল্যান্ডের সুরক্ষা এজেন্সি এমআই-৫ এবং স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে ২ সন্ত্রাসবাদী। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, ধৃত ২ সন্ত্রাসবাদী নাইমুর জাকারিয়া রহমান ও মহম্মদ আকিব ইমরান একটি ইসলামিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তারা বোমা বিস্ফোরণের মাধ্যমে থেরেসা মে-কে হত্যার পরিকল্পনা করেছিল।
বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে এই ২ জঙ্গিকে পেশ করা হয়। তাঁরা তাদের অপরাধ কবুল করে নেয়। বলা বাহুল্য, ব্রিটেনের প্রধানমন্ত্রীরা অতীতেও জঙ্গিদের হিটলিস্টের প্রথম সারিতেই ছিলেন।