বাড়িতেই বানিয়ে ফেলুন ২৮ হাজার টাকার জিনস
নিজেই কাঁচি চালিয়ে তৈরি করে নিতে পারবেন অভিনব স্টাইলের জিনস। বাজারে যার দাম প্রায় ২৮ হাজার টাকা।
জিনস প্রেমীরা শুনুন, বাড়িতে পুরনো জিনস থাকলে একদম ফেলবেন না। খুলে ফেলুন ইন্টারনেট আর দেখে নিন কি করে বানানো যেতে পারে থং জিনস।
পেয়ে যাবেন ভুরি ভুরি ছবি, যা দেখে আপনি নিজেই কাঁচি চালিয়ে তৈরি করে নিতে পারবেন অভিনব স্টাইলের জিনস। বাজারে যার দাম প্রায় ২৮ হাজার টাকা। আপনারটা হয়তো তার সিকিভাগ দামের। তাতে কিছু যাবে আসবে না, কারণ ২টিকে দেখতে লাগবে এক।
ঠিক এমনই এক ধরনের জিনস উপহার দিয়েছেন জাপানের ডিজাইনার থিবো। টোকিও-তে অ্যামাজন এর একটি ফ্যাশন শোয়ে এই জাপানি ডিজাইনারের তৈরি এই পোশাক প্রদর্শিত হওয়ার পরই শোরগোল পড়ে যায় লাইফস্টাইল দুনিয়ায়।
বিতর্কের মুখে পড়ে এই জিনস। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় হাজার হাজার বিরক্তি সূচক কমেন্টে। তাবড় বিদেশি সেলেব্রিটি থেকে শুরু করে বলিউডের বিপাশা বসু, মালাইকা অরোরা পর্যন্ত সমালোচনায় মুখর হন।
থং জিনস আদপে ডেনিম জিনস অপভ্রংশ বলে মত প্রকাশ করেছেন সেলেব্রিটিরা। জিনসের নামে বিকৃত শৈলীর পোশাক উপস্থাপন করা হচ্ছে বলেও একাধিক সেলেব্রিটি চূড়ান্ত হতাশা ব্যক্ত করেছেন। অনেকে তো এটিকে নেকেড জিনস নামেই অভিহিত করেন।