করোনা উদ্বেগে ক্রমশ বিশ্বজুড়ে পরিস্থিতি জটিল আকার নিচ্ছে। করোনা থেকে বাঁচার পথ খুঁজছেন সকলে। এরমধ্যেই আবার প্রাকৃতিক দুর্যোগ। শুক্রবার সকালে কেঁপে উঠল তিব্বতের বড় অংশ। ভারত থেকে খুব দূরে না হলেও ভারতে কম্পনের প্রভাব পড়েনি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। যাকে জোড়াল ভূমিকম্প হিসাবেই দেখা হয়।
স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটে কম্পন অনুভূত হয়। তিব্বতের জিগেজ শহর ও সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি করে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। কম্পন অনুভূত হতেই স্থানীয় মানুষ বাইরে বেরিয়ে আসেন। হিমালয়ের কোলে খোলা জায়গায় বার হয়ে আসার পরও তাঁদের চোখেমুখে ভয় কাজ করছিল।
ভূমিকম্পের মাত্রা জোড়াল হলেও কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। একটা বড় সময় এই কম্পনের পরও মানুষের মধ্যে উদ্বেগ বজায় ছিল। পরে আস্তে আস্তে সকলে কাজে ফেরেন। নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় কম্পনের মাত্রা ছিল বেশি। পাহাড়ি এলাকায় কম্পন অনুভূত হয়। এভারেস্টের কাছেই হয় এই কম্পন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা