বাঘের লোমের তলায় থাকা চামড়ার রং জানলে অনেকেই বিশ্বাস করবেননা
বাঘের লোমের তলায় থাকে তাদের চামড়া। সেই চামড়ার রং বাইরে থেকে দেখা যায়না। কিন্তু লোমের তলার সেই চামড়ার রং দেখলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা।
বাঘ তো দেখেছেন। তার গায়ের ডোরাকাটা দাগও সকলের চেনা। হলুদ আর কালো ডোরা রয়্যাল বেঙ্গল টাইগার যেমন সুন্দর তেমনই ভয়ংকর। বাঘের গায়ের রং কি জিজ্ঞেস করলে সকলেই উত্তর দেবেন কালো, হলুদ ডোরা। কারণ তার লোমের রং তাই হয়। আবার প্রতিটি বাঘের ক্ষেত্রে লোমের এই ডোরা আলাদা হয়। তাতে বাঘ চিনতে সুবিধা হয়।
কিন্তু প্রশ্ন হল বাঘের লোমের তলায় যে চামড়া রয়েছে, যা তাদের গায়ের চামড়া, তার রং কি হয়? বাঘের লোমের রং দিয়ে তো তাদের চামড়ার রং বিচার করা যায়না।
বাঘের লোমের নিচে লুকিয়ে থাকা চামড়ার রং শুনলে কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারবেননা। বাঘের লোমের নিচে থাকা চামড়াও কিন্তু ডোরাকাটাই হয়। একটি হালকা ও একটি গাঢ় রং দেখতে পাওয়া যায়।
ঠিক যেমন তাদের লোমের ক্ষেত্রে হয়, তাদের চামড়ার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। ফলে বলা যেতেই পারে যে বাঘের চামড়াও ডোরাকাটা হয়।
সহজ কথায় লোমের সঙ্গে খাপ খাইয়ে তাদের চামড়ার রংও হয়। এমন নয় যে লোমের রং কালো হলুদ ডোরা হলেও চামড়ার একটাই রং হয়। সেটা কিন্তু নয়।
চামড়াও বাঘের ডোরাকাটাই হয়। আসলে বাঘের দেখতে পাওয়া যাওয়া লোমের রংই তাদের না দেখতে পাওয়া চামড়ার রংকে বুঝিয়ে দেয়।