অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পছন্দই করেন জ্যাকি পুত্র টাইগার শ্রফ। অ্যাকশন হিরো হিসাবে তিনি যথেষ্ট নাম কুড়িয়েছেন। নিজেকে যে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য ঘষেমেজে তিনি তৈরি করেছেন তাও বোঝা যায়। তাঁর শরীর, তাঁর মুখভঙ্গি, তাঁর মার্শাল আর্ট সম্বন্ধে ধারণা, সবই একজন অ্যাকশন হিরোকে পর্দায় অনেক বেশি বিশ্বাসযোগ্য তৈরি করে। ভারতের ব়্যাম্বো হিসাবে তিনি পরিচিতি পেয়ে গেছেন। সেই টাইগার শ্রফ এবার নয়া রেকর্ড গড়লেন।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা ‘ওয়ার’। এই সিনেমার একটি দৃশ্যে টাইগার শ্রফ একটানা আড়াই মিনিট শট দিয়েছেন। আনকাট সেই শটের পুরোটাই অ্যাকশন। ডায়লগ, অভিনয় দিয়ে একটি শটকে টেনে নিয়ে যাওয়া আনকাট অবস্থায় অনেকেই করেছেন। কিন্তু অ্যাকশন দৃশ্যে টানা আড়াই মিনিট আনকাট শট দিয়ে যাওয়া অবশ্যই তারিফের দাবি রাখে। তাই নিজেকে আর ধরে রাখতে পারেননি পরিচালক। টাইগারের এই কীর্তি তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
বিশ্ববিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার সি ইয়াং ও এই সিকোয়েন্স সাজিয়ে দিয়েছেন টাইগারের জন্য। কিন্তু পরিচালক রোল-অ্যাকশন বলার পর ক্যামেরার সামনে কাজটি করতে হয়েছে টাইগারকে। ওয়ার সিনেমাটির ৭টি দেশে শ্যুটিং হয়েছে। ৭টি দেশের ১৫টি শহর নিয়ে সিনেমা। আগামী ২ অক্টোবর ওয়ার সিনেমাটি মুক্তি পাবে। তামিল, তেলেগু ও হিন্দি, এই ৩ ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা