
তিহার সংশোধনাগারের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত বিনয় শর্মা। তাকে দিনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন বিনয়ের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ সংশোধনাগারের যে সেলে সে বন্দি, সেই সেলের একটি গ্রিলে কাপড় বেঁধে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে বিনয়। কিন্তু এক কারা আধিকারিকের চোখে পড়ে যায় বিষয়টি। তিনিই বিনয় শর্মাকে চেপে ধরে নামিয়ে নেন। সূত্রের খবর, আত্মহত্যার চেষ্টা করার আগে সে অনেকগুলি অবসাদরোধক ওষুধ খেয়েছিল। নির্ভয়া কাণ্ডে আর এক অভিযুক্ত রাম সিংও ২০১৩ সালে তিহার সংশোধনাগারে আত্মহত্যার চেষ্টা করে।