
ফের তৃণমূলের ওপর স্টিংয়ের ঝাপটা। তবে এবার আর নারদ নয়। এই স্টিং অপারেশন করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। তাদের এই স্টিং অপারেশনের জেরে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে নাম জড়িয়েছে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের। স্টিং অপারেশনে সব্যসাচী দত্তকে গোপন ক্যামেরার সামনে খোলাখুলি তাঁর সিন্ডিকেট যোগের কথা স্বীকার করতে দেখা গেছে। এমনকি রাজারহাট, গোপালপুর ও সল্টলেক জুড়ে চলা সিন্ডিকেটই তাঁর নির্বাচনের খরচের সিংহভাগ বহন করে বলেও স্বীকার করতে দেখা গেছে রাজাহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তকে। এই অর্থ ব্যয় করে তাঁকে ফের বিধায়ক করতে পারলে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত প্রায় ২০ হাজার মানুষ পরবর্তী পাঁচ বছর নিশ্চিন্তে সিন্ডিকেট চালাতে পারবেন বলেও সব্যসাচীবাবুকে দাবি করতে দেখা গেছে। যদিও এই পুরো ফুটেজের সত্যতা আমাদের পক্ষে পরীক্ষা করা সম্ভব হয়নি। এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাঁদের দাবি, এই ফুটেজ সামনে আসার পর অবিলম্বে সব্যসাচী দত্তর প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। এ নিয়ে কমিশনের কাছে আর্জিও জানিয়ে এসেছেন তাঁরা।