অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত সিনেমা ‘টয়লেট এক প্রেমকথা’ চিনের বক্স অফিসে মারকাটারি হিট। চিনের প্রেক্ষাগৃহে আত্মপ্রকাশের প্রথম সপ্তাহান্তে সে দেশে ১ নম্বরে উঠে এসেছে এই সিনেমা। টিকিট বিক্রি হচ্ছে দেদার। প্রেক্ষাগৃহ থাকছে ভর্তি। প্রথম সপ্তাহান্তেই চিনে ৬১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযান ইতিমধ্যেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। গ্রাম প্রধান ভারতে এখনও বহু মানুষ মাঠে ঘাটে শৌচকর্ম করতে যান। প্রতিটি পরিবারে টয়লেট তৈরি করতে সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানুষকে সে বিষয়ে জাগ্রত করতে চলছে বিভিন্নভাবে প্রচার। এই সামাজিক প্রয়োজনীয়তাকে সামনে রেখেই তৈরি হয়েছে সিনেমা টয়লেট এক প্রেমকথা। হাসির মোড়কে প্রত্যেকের কাছে টয়লেটের আবশ্যিকতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই সিনেমার অন্যতম উদ্দেশ্য। সেই বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি গল্পের ঠাসবুনটে ইতিমধ্যে দেশে যথেষ্ট সাফল্য পেয়েছে এই সিনেমা। এবার বিদেশের মাটিতেও কামাল দেখানো শুরু করল এই ভারতীয় চলচ্চিত্র।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)