পাকিস্তানের বিনোদন জগতের অনেকটাই জুড়ে আছে ভারতের সিনেমা। সেখানেই এবার পুলওয়ামা কাণ্ডের জেরে কোপ পড়া শুরু হল। টোটাল ধামাল সিনেমাটি পাকিস্তানে রিলিজ করা হবে না বলে সিদ্ধান্ত নিল এই বলিউড সিনেমার টিম। টোটাল ধামাল পুরোটাই আদ্যন্ত হাসির সিনেমা। বিনোদন জগতে হাসির সিনেমার কদর চিরকাল। সেই সিনেমা পাকিস্তানে মুক্তি পাচ্ছেনা।
এই সিনেমার ২ অভিনেতা অজয় দেবগণ ও রিতেশ দেশমুখ জানিয়েছেন টোটাল ধামাল টিম সিদ্ধান্ত নিয়েছে এই সিনেমা পাকিস্তানে মুক্তি পাবে না। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফে সিদ্ধান্ত হয়েছে ১৪ ফেব্রুয়ারি যে কাণ্ড পাক মদতে পুলওয়ামায় ঘটেছে তারপর পাকিস্তানে কোনও সিনেমা আর রিলিজ করা হবে না। তাদের সেই সিদ্ধান্তকেই মান্যতা দিল টিম টোটাল ধামাল।
সাংবাদিক বৈঠকে তাদের সিদ্ধান্তের কথা জানান অজয় ও রিতেশ। রিতেশ জানান, সকলেই পুলওয়ামার ঘটনায় মর্মাহত। তাঁর মতে সোশ্যাল মিডিয়ায় খারাপ পোস্ট করা উচিত নয়। বরং ভারতীয় সেনার প্রতি বিশ্বাস রাখা ভাল। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, বোমান ইরানি সহ অন্য অভিনেতাদের নিয়ে তৈরি ধামাল সিরিজের তৃতীয় ছবি টোটাল ধামাল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)