জেলে থাকতে তাঁকে ২ হাজারেরও বেশিবার ধর্ষণের শিকার হতে হয়েছে। পুরুষদের সঙ্গে এক সেলে রাখারই ফল ভুগতে হয়েছে তাঁকে। তাঁর সেলে থাকা পুরুষ বন্দিরা তাঁকে নির্বিচারে বারংবার ধর্ষণ করে গেছে। এক বৃহন্নলার এমনই এক মর্মান্তিক দাবি গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। একটি গাড়ি চুরির অভিযোগে মেরি নামে ওই বৃহন্নলার কারাদণ্ডের নির্দেশ দেয় অস্ট্রেলিয়ার একটি আদালত। মেরির দাবি, কুইন্সল্যান্ডের একটি জেলে নিয়ে যাওয়ার পরই তাঁকে পুরুষদের সেলে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর পোশাক পরিবর্তনের নামে সকলের সামনে তাঁকে নগ্ন হতে বাধ্য করা হয়। আর সেলে ঢোকার মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁকে প্রথমবার ধর্ষণের শিকার হতে হয়। তাঁর চার বছরের হাজতবাসে এমন কোনও দিন যায়নি যেদিন তাঁকে তাঁর সেলের অন্য বন্দিদের দ্বারা ধর্ষণের শিকার হতে হয়নি। অস্ট্রেলিয়ার ওই জেল কর্তৃপক্ষের কাছে তাঁর অভিযোগ খুব পরিস্কার করে তুলে ধেরেছেন মেরি। তাঁর বক্তব্য তাঁরা প্রকৃতিগতভাবে বৃহন্নলা হয়ে জন্ম নিয়েছেন। কিন্তু তাঁর মানে এই নয় যে তাঁদের বাঁচার কোনও অধিকার নেই। সেক্ষেত্রে তাঁকে যেখানে মহিলা সেলে রাখা উচিত ছিল সেখানে কেন তাঁকে পুরুষ সেলে থাকতে বাধ্য করা হল তার জবাব চেয়েছেন মেরি।
Leave a Reply