World

দুর্নীতির প্রশ্নে কোন দেশ কোথায়, ভারত কত নম্বরে, প্রকাশিত তালিকা

পৃথিবীতে দুর্নীতির প্রশ্নে কোন দেশ কত নম্বরে তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। যে তালিকায় ভারতও রয়েছে। কত নম্বরে রয়েছে ভারত। ১ নম্বরেই বা কে।

দুর্নীতি বিভিন্ন দেশেই রয়েছে। কোথাও কম, কোথাও বেশি। তবে তা নানা মাপকাঠিতে বিচার করে দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেই তালিকা মত বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ১ নম্বর স্থানে জায়গা হয়েছে ডেনমার্কের। ডেনমার্কের পরই রয়েছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের পর সিঙ্গাপুর এবং তারপরে চতুর্থ হয়েছে নিউজিল্যান্ড। আবার আমেরিকা রয়েছে এই তালিকার ২৮ নম্বরে। জার্মানি ১৫ নম্বরে। দুর্নীতির প্রশ্নে চিন রয়েছে ৭৬ নম্বরে।


এই তালিকা তৈরি হয়েছে বিশ্বের ১৮০টি দেশ নিয়ে। যে তালিকার একদম তলায় জায়গা হয়েছে দক্ষিণ সুদানের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে জায়গা পেয়েছে এই দেশ।

এবার আসা যাক ভারতে। ভারত গতবছর ছিল এই তালিকার ৯৩ নম্বরে। তারমানে ২০২৩ সালে ভারত এই তালিকার ৯৩ নম্বরে ছিল। ২০২৪ সালে, অর্থাৎ সদ্য প্রকাশিত তালিকায় আরও ৩ ধাপ নেমে ভারতের স্থান হয়েছে ৯৬ নম্বরে।


প্রতিবেশি পাকিস্তান রয়েছে তালিকার ১৩৫ নম্বরে। আরও নিচে জায়গা হয়েছে বাংলাদেশের। পরিবর্তিত বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪৯ নম্বরে স্থান পেয়েছে। শ্রীলঙ্কা এই তালিকায় রয়েছে ১২১ নম্বরে। ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত ভাল অবস্থায়।

১৮০টি দেশের সবচেয়ে নিচে জায়গা পাওয়া দক্ষিণ সুদান সোমালিয়াকে সরিয়ে শেষ স্থানটি দখল করেছে। তলার দিকে রয়েছে ভেনিজুয়েলা বা সিরিয়ার মত দেশগুলিও।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button