প্রবল ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রায় ২ ঘণ্টা অতিবাহিত। আর ঠিক তারপরই আচমকা একের পর এক দানব ঢেউ আছড়ে পড়তে থাকে উপকূলে। উপকূলবর্তী এলাকার মানুষ তড়িঘড়ি ছুটলেন উঁচু জায়গার খোঁজে। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। মঙ্গলবার সকালে এমনই অবস্থার শিকার হল উত্তর-পূর্ব জাপান। এদিন সকাল ৬টা নাগাদ প্রবল কম্পনে কেঁপে ওঠে জাপানের ফুকুসিমা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। আতঙ্কে বাড়ি ঘরে ছেড়ে রাস্তায় নেমে আসেন সকলে।
এদিকে ৫ বছর আগে এই ফুকুসিমা পরমাণু বিদ্যুৎ চুল্লি মারণ সুনামিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তেজস্ক্রিয় বিকিরণে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। সেই ভয় এদিন ফের পেয়ে বসে জাপানবাসীর মনে। একে ভূমিকম্পের ভয়াবহতা। তার ওপর সুনামির সতর্কবার্তায় দ্রুত উপকূলীয় এলাকা ছেড়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় পালাতে শুরু করেন তাঁরা। প্রায় ঘণ্টা দুয়েক পর সত্যিই আসে সুনামি। তবে ঢেউয়ের উচ্চতা ৩ মিটার হবে বলে পূর্বাভাস দেওয়া হলেও আদপে একের পর এক দেড় মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে থাকে। এদিকে ভূমিকম্পের পর এদিন বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায়।