World

টানেলে বেসামাল গাড়ির ধাক্কাধাক্কি, জখম অন্তত ১৭ জন

একটি টানেল দিয়ে যাতায়াত করার সময় ঘটল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় যে ৩০ জন জখম হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা ঘটল টানেলের অভ্যন্তরে। ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। তবে প্রাণহানির খবর নেই। যে ৩০ জন জখম হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটেছে তুরস্কের মাউন্ট বোলু টানেলের ভিতর। টানেলে থাকা ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার ছবি। ফুটেজে দেখা যাচ্ছে একটি গাড়ি বেসামাল হয়ে ধাক্কা মারছে টানেলের দেওয়ালে। টানেলে থাকা অন্য যানবাহনগুলিও পরস্পরকে ধাক্কা মারছে।


এরফলে গাড়িগুলি একে অপরের সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যান বোলু প্রদেশের গভর্নর। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন।

পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স সহ দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থাকেও ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার পর যানবাহন অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।


Turkey
তুরস্কের টানেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি, ছবি – আইএএনএস

মাউন্ট বোলুতে দুর্যোগ নতুন কিছু নয়। এখানে অবিরাম তুষারপাত হয়ে থাকে। এছাড়া দুর্ঘটনা প্রবণ এই এলাকা। তুরস্কের আবহাওয়া দফতর তুষারঝড়ের পূর্বাভাস দিয়ে যান চলাচলে বিরত থাকার পরামর্শ দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button