অনন্য আবিষ্কার, ২১০০ বছর পর পাওয়া গেল হারানো মূর্তির মাথা
এ এক অনবদ্য আবিষ্কার। এমনটাই মেনে নিচ্ছেন গবেষকেরা। ২ হাজার ১০০ বছর পর পাওয়া গেল সেই মাথা। যার খোঁজ ছিলনা এতদিন ধরে।
তিনি ছিলেন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দেবী। ২ হাজার ১০০ বছর ধরে তাঁর মুণ্ডটি কোথায় তা কারও জানা ছিলনা। তিনি গ্রিক ও রোমান পুরাণে উল্লেখ থাকা দেবী হাইজিয়া। যাঁর বাবা ছিলেন এক দেবতা। ঔষধের দেবতা।
দেবতা অ্যাসক্লেপিয়াস-এর কন্যা হাইজিয়া ছিলেন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দেবী। যাঁর নাম থেকেই হাইজিন শব্দটি এসেছে। ইংরেজি হাইজিন শব্দের মূল সূত্র সেই দেবী হাইজিয়ার মূর্তির মুণ্ডটিরই কোনও খোঁজ ছিলনা।
২ হাজার ১০০ বছর পর অবশেষে সেই হারানো মুণ্ডের খোঁজ পাওয়া গেল। প্রত্নতাত্ত্বিকরা তুরস্কের লাইকোস নদীর ধারে অবস্থিত প্রাচীন শহর লাওডিসি-তে প্রত্নতাত্ত্বিক খনন চালানোর সময় হাইজিয়ার মূর্তির মুণ্ডটি বেরিয়ে আসে।
যেখানে খনন করা হয় তা প্রাচীন যুগের একটি বিনোদন কেন্দ্র ছিল। এখনকার থিয়েটারের মত। যেখানে অনেক মানুষ হাজির হতেন। বিনোদনে শামিল হতেন। খাওয়াদাওয়াও করতেন।
তেমনই একটি বিনোদন কেন্দ্র মাটির তলায় চলে যাওয়ার পর সেখানেই খনন চালিয়ে হাইজিয়ার মুণ্ডটি উদ্ধার করেন গবেষকেরা। যা দেখার পর কার্যত নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা গবেষকেরা। তাঁদের ব্যাখ্যায় এ এক অনন্য আবিষ্কার।
বিশ্বের নানা প্রান্তে এমন প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজ চলছে। এমন অনেক কিছুই পাওয়া যায় এভাবে যা অনেক সময় ইতিহাস বদলে দেয়। একটা সময় সম্বন্ধে প্রচলিত ধারনাও বদলে দিতে পারে একটা প্রাচীন প্রত্ন নিদর্শন।