
ইস্তানবুলের বিমানবন্দরে জঙ্গি হামলার কড়া নিন্দা করলেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ইস্তানবুলের হামলা অমানবিক ও ভয়ংকর। তিনি এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী এই ঘটনাকে কাপুরুষোচিত বলে ব্যাখ্যা করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ঘটনার কড়া নিন্দা করে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একজোট হতে হবে। আমেরিকা তুরস্কের পাশে আছে। ন্যাটো সহ গোটা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ঘটনার নিন্দায় সরব হয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুনও। বিশ্বের সব দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।