সিনেমার শ্যুটিংয়ে তুরস্কে রয়েছেন অভিনেতা, নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। চিত্র পরিচালক বিরসা দাশগুপ্তের একটি সিনেমার শ্যুটিং করতেই সেখানে তাঁর সঙ্গে রয়েছেন বিরসা দাশগুপ্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ ৪২ জন কলাকুশলী।
তুরস্কে সেনা অভ্যুত্থান ঘিরে তৈরি হওয়া অচলাবস্থায় তাঁদের নিয়ে চিন্তিত হয়ে পড়েন সকলে। তবে ফোনে খবর নেওয়া হলে সকলেই জানান তাঁরা ভাল আছেন। তবে হোটেল থেকে বিশেষ, বার হচ্ছেন না।
সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে তুরস্কের আমজনতা রাস্তায় নামেন। আমজনতার জয়ে ব্যর্থ হয় সেনা অভ্যুত্থানের চেষ্টা। এরপরই বিভিন্ন শহরে উৎসবের আনন্দে মেতে ওঠেন বাসিন্দারা।
তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তুরস্কে থাকা ভারতীয়দের সতর্ক করে জানান হয়েছে তাঁরা যেন হোটেল বা বাড়ি থেকে বার না হন। তবে এদিন শ্যুটিংয়ের ছুটি থাকায় বিরসা দাশগুপ্তের পুরো টিম হোটেলেই দিন কাটিয়েছেন।