
তুরস্কে জারি হল জরুরি অবস্থা। আগামী ৩ মাস এই জরুরি অবস্থা জারি থাকবে। তুরস্কে সেনা অভ্যুত্থানের কথা মাথায় রেখে দেশের গণতন্ত্রকে সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এর্দোগান। দেশে গণতন্ত্র, আইন ও স্বাধীনতা তিনটি মূল স্তম্ভ। এই তিনটি স্তম্ভ যাতে সুরক্ষিত থাকে সেজন্যই এই জরুরি অবস্থা জারি বলে ব্যাখ্যা করেছেন প্রেসিডেন্ট। যদিও এজন্য দেশের মানুষকে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্কার করে দিয়েছেন জরুরি অবস্থার জেরে সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করা হবে না। বরং সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এবার বিদেশি লগ্নিকারীদের তুরস্কে বিনিয়েগের আহ্বান জানিয়েছেন এর্দোগান।