বাবা সেদিন না রক্ষা করলে আজ তিনি তুষার কাপুর হতেননা
তাঁর বাবা বলিউডের এক সময়ের অন্যতম তারকা জিতেন্দ্র। সেই মানুষটি সেদিন না থাকলে আজ তাঁকে পাওয়া যেত না বলেই মনে করেন তুষার কাপুর।
বলিউডে বাবা জিতেন্দ্রর মত সুপারস্টার তকমা তিনি পাননি। তবে তাঁর অভিনয় ক্ষমতার তারিফ হয়েছে বিভিন্ন সময়ে। বেশ কিছু সিনেমায় তাঁর উপস্থিতি আলাদা মাত্রা দিয়েছে।
সেই জিতেন্দ্র পুত্র তুষার কাপুর এবার এক অজানা কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তখন ১৯৮২ সাল। তাঁর বয়স তখন মাত্র ৫ বছর। সে সময় পরিবারের সঙ্গে ডিজনিল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তুষার।
সেখানে একটি ট্রেনে ওঠার ব্যাপার ছিল। একেই তখন দেরি হয়ে গিয়েছিল। সকলেই ট্রেনে দ্রুত উঠতে ব্যস্ত। তিনি পিছনে পড়ে যান। হারিয়েও যান।
কিছুতেই বুঝতে পারছিলেননা তাঁর বাবা, মা পরিবার কোথায়! এদিকে ট্রেন ছেড়ে দিলে আর হয়তো বাবা মায়ের সঙ্গে তাঁর দেখা হবেনা। এই পরিস্থিতিতে তিনি দেখেন জিতেন্দ্র তাঁকে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত।
অচেনা জায়গায় প্রায় হারিয়ে যেতে বসা তুষার সেদিন বাবাকে দেখার পর যেন প্রাণ ফিরে পেয়েছিলেন। সেই হারাতে বসার কথা আজও তিনি ভুলতে পারেননি। সেদিন তাঁকে এভাবে এসে রক্ষা করার জন্য একটি ভিডিও বার্তায় বাবাকে ধন্যবাদ জানান তুষার।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে জিতেন্দ্র বিশেষ অতিথি হয়ে এসেছিলেন। সেখানে তাঁর ছেলে তুষার কাপুরের একটি বার্তা ভিডিও মারফত তুলে ধরা হয়। সেখানেই তাঁর ৫ বছর বয়সের কাহিনি ভাগ করে নেন তুষার কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা