ব্যবহারকারীদের ক্ষেত্রে নয়া নিষেধাজ্ঞা জারি করল ট্যুইটার
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার এখন যথেষ্ট জনপ্রিয়। এবার সেই ট্যুইটার কর্তৃপক্ষ নয়া নিষেধাজ্ঞা জারি করল। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ট্যুইটারের নাম প্রায় সকলের জানা। এখন আবার তার মাথা এক ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল হওয়ার পর ট্যুইটার খবরের শিরোনামেও জায়গা করে নিয়েছে। সেই ট্যুইটার এবার এক নয়া নিষেধাজ্ঞা জারি করল। ব্যবহারকারীদের তা মনে রাখতে হবে এবার থেকে।
ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও আর ট্যুইটারে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া প্রকাশ করা যাবেনা।
ব্যক্তিগত ভিডিও বা ছবি ট্যুইটারে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জমা পড়ছিল ট্যুইটারের কাছে। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল বলে জানিয়ে দিয়েছে ট্যুইটার।
কারও ব্যক্তিগত ভিডিও বা ছবি একান্তই তাঁর নিজস্ব গোপনীয়তা। তিনি তা কেমন করে ব্যবহার করবেন বা করতে দেবেন তা তাঁর সিদ্ধান্ত। তাই তাঁকে না জানিয়ে আর এমন ভিডিও বা ছবি ট্যুইটারে ব্যবহার করা যাবেনা।
প্রসঙ্গত এর আগেই ট্যুইটারে কারও ফোন নম্বর, ঠিকানা, তাঁর পরিচয়পত্র অন্য কেউ প্রকাশ করতে পারবেননা বলে নিষেধাজ্ঞা জারি করেছিল ট্যুইটার। এবার ব্যক্তিগত ছবি বা ভিডিওতেও সম্মতি ছাড়া প্রকাশে জারি হল নিষেধাজ্ঞা।
ট্যুইটারে এমন ভিডিও বা ছবি বিশেষ করে মহিলা, সমাজকর্মী সহ অনেককে নানাভাবে সমস্যায় ফেলছে। এই প্রবণতা বেড়েই চলেছে।
আগামী দিনে কেউ যদি ট্যুইটারকে জানান যে তাঁর ব্যক্তিগত ছবি বা ভিডিও ট্যুইটারে ব্যবহার হয়েছে তাঁর সম্মতি ছাড়াই, তাহলে ট্যুইটার সেই ছবি বা ভিডিও মুছে দেবে। পরাগ আগরওয়াল ট্যুইটারের সিইও হওয়ার পর এটাই ট্যুইটারের প্রথম বড় সিদ্ধান্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা