World

আছড়ে পড়ল মেগি, বেসামাল জনজীবন

ভয়ংকর একটা কিছু যে অপেক্ষা করে আছে তা আগেই জানা ছিল। হলও তাই। সকাল থেকে টানা ঝোড়ো হাওয়া আর একটানা বৃষ্টির হাত ধরে বিকেলে সমুদ্র ছেড়ে জমিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মেগি। ল্যান্ডফলের সময় প্রবল ঝড়ের দাপটে বহু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্রশান্ত মহাসাগর থেকে উড়ে আসা ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। সঙ্গে ছিল ঝড়ের প্রবল শব্দ। ঝড়ে অজস্র গাছ ভেঙে পড়ে। সমুদ্র ছিল উত্তাল। প্রাথমিক খবরে ৪ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। অনেক বাড়ির চাল উড়ে গেছে। অবস্থা আরও শোচনীয় করে তুলেছে প্রবল বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই মেগি হানা সামাল দিতে আগাম উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছিল উপকূলবর্তী রেলপথ। বাতিল করা হয় ৫৭৫টি উড়ান। মানুষজনকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। তৈরি রাখা হয়েছিল উদ্ধারকারী দলকেও। তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button