একবার যাত্রার জন্য ২৪ লক্ষ টাকা ভাড়া নিল অ্যাপ ক্যাব
এক দম্পতি একবার মাত্র যাত্রা করেছিলেন। খুব বেশি পথও নয়। তার জন্য ২৪ লক্ষ টাকা ভাড়া নিল অ্যাপ ক্যাব। ফাঁকা হয়ে গেল ব্যাঙ্ক।
এক দম্পতি তাঁদের ৫ বছরের বিবাহবার্ষিকী পালন করতে চেয়েছিলেন নিজেদের মত করে। কিন্তু সেসব কার্যত লাটে উঠল। কারণ বিবাহবার্ষিকীর আগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হয়ে গেল।
মাত্র একটা পথ অতিক্রম করার জন্য ২৪ লক্ষ টাকা ভাড়া নিল অ্যাপ ক্যাব উবার। কিন্তু ভাড়া তো তা দেখায়নি! তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হল এত টাকা? এ প্রশ্নের কারণ খুঁজতে গিয়ে মাথায় হাত দম্পতির।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বেড়াতে গিয়েছিলেন কোস্টারিকা। কোস্টারিকার মুদ্রা কোস্টারিকান কোলোন। সে দেশে উবার নেওয়ায় সেখানকার মুদ্রায় ভাড়া দেখায় ২৯ হাজার ৯৯৪ কোস্টারিকান কোলোন। যা মার্কিন মুদ্রায় দাঁড়ায় ৫৫ ডলার। সেটাই ভাড়া বাবদ কাটার কথা।
কিন্তু দেখা যায় কাটা হয়েছে ২৯ হাজার ৯৯৪ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা! এই বিপুল পরিমাণ টাকা একবার উবার চড়ে গন্তব্যে যাওয়ার জন্য! প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওই দম্পতি বিষয়টি উবারকে জানান। জানান তাঁদের ব্যাঙ্ককেও।
উবারের ভাড়া কোস্টারিকার মুদ্রায় যা হয় তা ডলারে ওই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা উচিত ছিল। যা হয়নি। বিষয়টি উবার এবং ব্যাঙ্ক উভয়পক্ষই খতিয়ে দেখে।
পরে অবশ্য উবার মেনে নেয় যে এটা একটা ভুল। ব্যাঙ্ক ও উবার বিষয়টি খতিয়ে দেখার পর দম্পতিকে আশ্বাস দেওয়া হয় তাঁদের অ্যাকাউন্টে ভাড়ার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত আসবে। কিন্তু এসবের মাঝে নিজেদের বিবাহবার্ষিকীটাই ভাল করে পালন করা হল না ওই দম্পতির।