প্রথম ফোনটা আসে গত ৬ এপ্রিল। সেদিনটা ছিল মহারাষ্ট্রে গুডি পারোয়ো। ফোনের ওপার থেকে গালিগালাজ করা হয় তাঁকে। হুমকিও দেওয়া হয়। ফোন কেটে দেন তিনি। ফোনটা কোথা থেকে আসছে দেখতে গিয়ে দেখা যায় হয় নম্বরটি বন্ধ করা আছে। অথবা আউট অফ রিচ। তখনকার মত বিষয়টি এড়িয়ে যান তিনি। কিন্তু ফের ফোন আসে। এবার ফোন আসে জুলাই মাসে। তখন একটি রিয়্যালিটি শো-এর জন্য নিজের ভ্যানিটি ভ্যানে তৈরি হচ্ছিলেন তিনি। অচেনা নম্বর। ফোন ধরতেই ওপার থেকে কেউ যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করতে থাকে। হুমকি দেয়। এরপর একটি নম্বর থেকে মেসেজও আসে তাঁর ফোনে। এরপর আর বিষয়টিকে অবজ্ঞা করার জায়গা ছিলনা। তাই তিনি সিদ্ধান্ত নেন সব কথা এবার পুলিশকে জানাবেন। নিজের অভিজ্ঞতার কথা এভাবেই জানালেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ।
উদিত আম্বোলি পুলিশ স্টেশনে সব কথা জানিয়েছেন। তিনি পুলিশ স্টেশনে আসার খবর ছড়িয়ে পড়তেই উদিতকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানেই পুরো বিষয়টি খুলে জানান উদিত। পুলিশে তিনি এফআইআর না করলেও সব কথা পুলিশকে জানিয়েছেন বলে জানান এই গায়ক। তিনি আশাবাদী যে পুলিশ তদন্ত শুরু করবে। যে এমন কাণ্ড করছে সে খুব দ্রুত ধরাও পড়বে।
তিনি কী মনে করেন যে এটা তাঁর কোনও ফ্যানের কাজ হতে পারে? উদিত এই প্রশ্নের উত্তরে জানান, তাঁর দুনিয়া জুড়ে অনেক অনুরাগী আছেন। তাঁরা আগে তাঁকে চিঠি লিখতেন। এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও অনেকের সঙ্গে দেখা হয়। তাই উদিত মনে করেন যদি তাঁকে কেউ পছন্দ করবে তবে তাঁকে সে খুনের হুমকি দেবে না, গালিগালাজ করবে না। তাই তিনি মনে করেন না তাঁকে যে ফোন করছে সে তাঁর কোনও ফ্যান। পুরো বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন। ফলে উদিত নারায়ণ আশাবাদী যে ওই ব্যক্তি দ্রুত ধরা পড়বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা