
কোনও সিনেমাকে সেন্সর করার আইনি অধিকার সিবিএফসির নেই। তারা শুধু সার্টিফিকেট ইস্যু করতে পারে। ‘উড়তা পঞ্জাব’ বিতর্ককে কেন্দ্র করে একটি মামলায় সোমবার একথা জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। তাদের সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সিবিএফসির কাজ করা উচিত বলেও জানিয়েছে আদালত। এদিন ‘উড়তা পঞ্জাব’ ইস্যুতে হওয়া মামলার রায় দিতে গিয়ে সিনেমার একটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। এই সিনেমায় কোনও ভাবেই পঞ্জাবকে ছোট করা বা মাদকাসক্তিকে উৎসাহ দেওয়ার প্রচেষ্টা নেই বলেই অভিমত আদালতের। আদালত আরও জানিয়েছে, কোথায় কি সংলাপ দেওয়া হল, কি গান দেওয়া হল, এসব বিষয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিনেমার মূল্য। একটি জায়গাকে সামনে রেখে সিনেমাটিতে ড্রাগের কুফল বর্ণনা করার চেষ্টা হয়েছে। সিনেমার বিষয় এবং তার প্রেক্ষাপট ভাবার অধিকার একজন সৃজনশীল মানুষের আছে। কীভাবে সিনেমাটি বানানো উচিত সে বিষয়ে একজন নির্দেশককে নির্দেশ দেওয়ার অধিকার কারও নেই। এদিকে বম্বে হাইকোর্ট কিছু জানানোর আগেই ‘উড়তা পঞ্জাব’ সিনেমাকে ছাড়পত্র দিয়ে দেয় সিবিএফসি। ‘এ’ সার্টিফিকেট দিয়ে সিনেমাটিকে হলে প্রদর্শনের নির্দেশ দিয়েছে তারা।