উগান্ডার ওয়েনজুরুরু রাজতন্ত্র। আদি উগান্ডার আদিবাসী সভ্যতার অন্যতম স্তম্ভ। এই রাজতন্ত্রের রাজা চার্লস ওয়েসলি মুমবেরে। সরকার বিরোধী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করল উগান্ডা প্রশাসন।
কিন্তু মুমবেরেকে গ্রেফতার করা সহজ কাজ ছিল না। তাঁকে গ্রেফতার করার আগে বিদ্রোহীদের সঙ্গে পুলিশের প্রবল সংঘর্ষ বাধে। কাসেসে শহরের কাছে এই সংঘর্ষে ১৪ জন পুলিশ কর্মী ও ৪১ জন বিদ্রোহীর প্রাণ গেছে।
পুলিশের দাবি, পুলিশ ও উগান্ডা সেনার যৌথ বাহিনী ওয়েনজুরুরু রাজত্বের আওতাধীন কাসেসে শহরে টহল দেওয়ার সময় আচমকাই তাদের আক্রমণ করে রাজার বিশেষ সুরক্ষা বাহিনী। শুরু হয় গুলি যুদ্ধ।
রাজাকে বাঁচাতে পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে বিদ্রোহীরাও। এদিকে রাজা মুমবেরেকে গ্রেফতারের পরও পশ্চিম উগান্ডায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। যে কোনও সময়ে বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে পারে বলে সতর্ক রয়েছে পুলিশ ও সেনা।