ইউক্রেনে খুন হলেন দুই ভারতীয় ছাত্র। আর এক ছাত্রের আঘাত গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলছে মন্ত্রক। ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে সবরকম চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
বিদেশ মন্ত্রক সূত্রে জানান হয়েছে, রবিবার মধ্যরাতে তিন ভারতীয় ছাত্রের ওপর চড়াও হয় তিন ইউক্রেনের নাগরিক। তাঁদের ছুরি দিয়ে কার্যত কোপান হয়। ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয়। এক ছাত্র গুরুতর আহত অবস্থায় কাতরাতে থাকেন। এঁরা সকলেই ইউক্রেনের ইউগোরড মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।
ইউক্রেনের তরফে জানানো হয়েছে, তিন আততায়ী ভারতীয় ছাত্রদের পাসপোর্ট নিয়ে সীমানা পেরিয়ে পালানোর সময় তাদের পাকড়াও করা হয়েছে। ঠিক কী কারণে ওই ৩ ভারতীয় ছাত্রকে এভাবে আক্রমণ করা হল তা খতিয়ে দেখছে ইউক্রেন পুলিশ। মৃত দুই ভারতীয় ছাত্রের দেহ ভারতে ফেরানোর তোড়জোড় শুরু করেছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস।