পুতিনের সেনাকে রুখতে হাতে বন্দুক তুলে নিলেন ইউক্রেন সুন্দরী
সৌন্দর্যের দুনিয়ার তাঁর চলাফেরা। নিজেকে সুন্দর করে তোলার জিনিসপত্রের ব্যবহার তাঁর নখদর্পণে। কিন্তু এবার দেশ রক্ষায় হাতে তুলে নিলেন বন্দুক।
দেশ যখন বিপদে পড়ে, দেশের মাটির দিকে যখন নজর দেয় অন্য দেশ, তখন দেশকে রক্ষা করাই কর্তব্য। সেটাই দেশবাসীর ধর্ম। সেই বিশ্বাস থেকেই এবার দেশকে রক্ষা করতে হাতে বন্দুক তুলে নিলেন প্রাক্তন মিস ইউক্রেন।
কোনও সুন্দরী নারীর হাতে স্বয়ংক্রিয় বন্দুক ছবি তোলার জন্য ভাল বলেই এতদিন মনে করা হত। কিন্তু এবার তিনি জীবন বাজি রেখে দেশের জন্য বন্দুক তুলে নিলেন।
২০১৫ সালে ইউক্রেনের সেরা সুন্দরী বিবেচিত হন আনাস্তাসিয়া লেনা। কিন্তু বন্দুক তুলে নিলেই তো হল না, তা চালাতেও হবে। সুন্দরীর পলকা হাতে তা কী সম্ভব! সম্ভব তো বটেই। কারণ লেনা কেবল সুন্দরীই নন, তিনি দস্তুরমত বন্দুক চালনার অনুশীলন করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন।
বর্তমানে লেনা তুরস্কে এক জনসংযোগ আধিকারিকের পদে কর্মরত। তিনিই এবার নিজের দেশ ইউক্রেনের জন্য হাতে বন্দুক তুলে নিলেন।
তাই আচমকা দেখলে কোনও সিনেমার নায়িকার হাতে বন্দুক নিয়ে পোস্টারের ছবি বলে মনে হলেও এটা বাস্তবে একটা লড়াই। দেশকে বাঁচানোর লড়াই লেনার কাছে।
প্রসঙ্গত ইউক্রেনে এখন দেশের সাধারণ মানুষ লাইন দিচ্ছেন বিভিন্ন সেন্টারে। যেখান থেকে তাঁরা দেশের জন্য লড়তে অস্ত্র হাতে পাচ্ছেন। সেই অস্ত্র নিয়ে আর তা কীভাবে চালাতে হয় তা দ্রুত জেনে দেশকে রক্ষা করতে প্রাণ বাজি রেখে তাঁরা রাশিয়ার সেনার মুখোমুখি হতে উদগ্রীব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা