ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণ, মৃত ভারতীয় ছাত্র
তাঁর আর দেশে ফেরা হল না। ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রদের দেশে ফেরানোর হচ্ছে। কিন্তু তার আগেই খারকিভ শহরে বোমার আঘাতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের।
রাশিয়ার ইউক্রেন হামলার শিকার হলেন এক ভারতীয় ছাত্র। ইউক্রেনের খারকিভ শহরে গত বুধবার থেকেই প্রবল বোমাবর্ষণ ও রকেট হানা শুরু করে রাশিয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের ঘনবসতিপূর্ণ এলাকায় একের পর এক বোমা আছড়ে পড়তে থাকে।
বহু সাধারণ মানুষের মৃত্যু হয়। তার মধ্যে এক ভারতীয় ছাত্রও ছিলেন। তিনিও বোমার আঘাতে মারা যান। এ খবর নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব এবং মুখপাত্র অরিন্দম বাগচি ট্যুইট করে ভারতীয় ছাত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ওই ছাত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করে তিনি জানিয়েছেন ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই ভারতীয় ছাত্রদের দেশে ফেরানোর বন্দোবস্ত করেছে কেন্দ্র। পোল্যান্ড, রুমানিয়া ও হাঙ্গেরি সীমান্ত দিয়ে ইউক্রেন ছেড়ে ছাত্রছাত্রীদের বেরিয়ে আসতে বলা হয়।
এখনও পর্যন্ত ৮ হাজার ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে। এখনও ইউক্রেনে ১৬ হাজার ছাত্রছাত্রী সহ বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদেরও ফেরানোর চেষ্টা চলছে।
মঙ্গলবার সকালেই সব আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রী ও নাগরিকদের কিয়েভ শহর ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। তাঁদের ইউক্রেনের পশ্চিম দিকে যেতে বলা হয়েছে।
এখনও অনেক ছাত্রছাত্রী ইউক্রেনের বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশন, বম্ব শেল্টার বা বাঙ্কারে লুকিয়ে আছেন। তাঁরা সেখান থেকে বাঁচানোর আর্তি জানিয়ে চলেছেন। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্রমশ রাশিয়ার হামলা বাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা