World

বাসিন্দাদের বাড়িতেই থাকার অনুরোধ করল প্রশাসন

বন্যায় ভাসল ইউক্রেনের রাজধানী কিয়েভ। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছ সেখানে। সঙ্গে দোসর হয়েছে ঝড়। সব মিলিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। কিয়েভের রাস্তা দিয়ে বইছে জলের স্রোত। গোটা শহরটা নদীর আকার নিয়েছে। বাড়িঘরে জল ঢুকতে শুরু করেছে। চরম দুরবস্থায় কাটাচ্ছেন সেখানকার মানুষজন।

ক্রমাগত বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে কিয়েভের জনজীবন। শপিং মল, রাস্তাঘাট সবই জলে ভরে গিয়েছে। একই সঙ্গে তীব্র ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসন চিন্তিত বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে। প্রশাসনের তরফে জনগণকে বাড়িতেই থাকার অনুরোধ করা হয়েছে। বাড়ির সব জানলাও বন্ধ করে রাখতে অনুরোধ করেছে তারা। যদি নেহাতই বাইরে যেতে হয় তবে গাছ, বিদ্যুতের লাইন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে কিয়েভের বাসিন্দাদের। সতর্ক করা হয়েছে জোরে বাতাস বইলে খোলা জায়গায় না থাকতে এবং গাছের তলায় গাড়ি না রাখতে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button