ইউক্রেনে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু
ইউক্রেনে ফের এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল। ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন মৃত চন্দন। তাঁর বাবা গত সোমবারই ইউক্রেন থেকে দেশে ফিরেছেন।
ইউক্রেনে গত মঙ্গলবার বোমাবর্ষণের শিকার হয়েছেন এক ভারতীয় ছাত্র। একটি মুদিখানায় খাবার কেনার সময় একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তাতেই অনেকের সঙ্গে মৃত্যু হয় ওই ছাত্রের।
সেই ঘটনার পরদিন বুধবার ফের ইউক্রেন থেকে এক ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর এল। ছাত্রের নাম চন্দন জিন্দল। পঞ্জাবের বারনালার ছেলে চন্দন ৪ বছর আগে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন পড়াশোনা করতে।
গত ২ ফেব্রুয়ারি আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে আইসিইউ-তে ভর্তি করতে হয়। বাড়িতে খবর আসে। পরিবারকে জানানো হয় চন্দনের দ্রুত অপারেশন প্রয়োজন। তার জন্য পরিবারকে অনুমতি দিতে হবে। সময় নষ্ট না করে অনুমতি পাঠিয়ে দেন অভিভাবকরা। তারপর পাড়ি দেন ইউক্রেনে।
সেখানে হাসপাতালেই মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন চন্দন। গত সোমবার তাঁর বাবা কৃষ্ণ কুমার অনেক কষ্ট করে রুমানিয়া সীমান্ত পার করে ভারতে আসার বিমান ধরেন।
তিনি জানান রুমানিয়ার সেনা ভারতীয় যাঁরাই রুমানিয়া সীমান্ত পার করে সে দেশে ঢোকার চেষ্টা করছেন তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। অনেক সময় ঢুকতেও দিচ্ছেনা।
ভারতীয় দূতাবাসের সহযোগিতায় তিনি কোনওক্রমে তার মধ্যেই সীমান্ত পার করে ভারতে ফেরার বিমান ধরেন। আর বুধবারই তাঁর কাছে খবর আসে যে চন্দনের মৃত্যু হয়েছে।
তবে এই মৃত্যুর কারণ রাশিয়ার বোমাবর্ষণ বা যুদ্ধ নয়। শারীরিক কারণেই ওই ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনের হাসপাতালে।