World

ফেলে পালিয়েছিল রাশিয়ার সেনা, গোপন কাগজপত্রে অন্যকথা জানতে পারল ইউক্রেন

রাশিয়া ইউক্রেন আক্রমণ আচমকা সিদ্ধান্ত নিয়ে করেনি। এ পরিকল্পনা অনেকদিন আগেই করা হয়েছিল। সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছিল। ফাঁস হল গোপন নথি।

রাশিয়া ইউক্রেনের তুলনায় সামরিক দিক থেকে শক্তিশালী। ফলে তারা দ্রুত ইউক্রেনে হামলা চালিয়ে প্রবেশ করছে। এটাই বাস্তব চিত্র। কিন্তু কোথাও ইউক্রেনও দাপট দেখাচ্ছে। ইউক্রেনের সেনার পাল্টা প্রতিরোধের মুখে পিছু হঠতে বাধ্য হয়েছে রাশিয়ার সেনা। বেশ কয়েকটি জায়গায় এমনটা ঘটেছে।

ইউক্রেন সেনার তাড়ায় এমনই একটি জায়গা ছেড়ে পালাচ্ছিল রাশিয়ার সেনা। তখন তারা কি ফেলে যাচ্ছে তা দেখার সুযোগ পায়নি। তাদের সঙ্গে থাকা গোপন নথিও তাই ফেলে রেখেই পালায় তারা। সেই নথি ইউক্রেনের হাতে এসে পড়ে।


নথিতে দেখা গেছে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অনেক আগেই করেছিল। গত ১৮ জানুয়ারিই তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে তারা ইউক্রেন আক্রমণ করতে চলেছে। ১৫ দিনের মধ্যে ইউক্রেন দখলের পরিকল্পনাও করে তারা।

ফেব্রুয়ারির ২০ থেকে মার্চ ৬ তারিখের মধ্যে ইউক্রেন তাদের দখলে নেওয়ার পরিকল্পনা করেছিল রাশিয়া। সেই গোপন নথি ইউক্রেনের হাতে আসার পর তা প্রকাশ্যে এনেছে ইউক্রেন সেনা।


রাশিয়া তাদের আক্রমণ ইউক্রেনে অব্যাহত রেখেছে। এবার নৌসেনাও আক্রমণের জন্য এগোচ্ছে। রাশিয়ার বিশাল নৌবহর কৃষ্ণসাগর হয়ে এগিয়ে আসছে ওডেসার দিকে।

জলপথে আক্রমণ করে এই বন্দর শহর দখল করাই এখন রাশিয়ার প্রধান লক্ষ্য। এদিকে ভারতীয়দের পণবন্দি করেছে ইউক্রেন সেনা বলে যে দাবি রাশিয়ার তরফে করা হয়েছিল তা নস্যাৎ করে দিয়েছে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button