World

বছরের সেরা যুগল এরাও হতে পারে, মাথা খাটিয়েও বিশ্বাস করা কঠিন

অনেক ধরনের যুগলের উদাহরণ যদি কারও সামনে দেওয়া হয় তাহলেও বছরের সেরা দম্পতি হিসাবে এদের বেছে নেওয়াটার কথা হয়তো কেউ ভাববেন না।

এ বছরের সেরা যুগল হিসাবে যে ২ জনকে বেছে নেওয়া হল তারা যে প্রেম বন্ধনে আবদ্ধ যুগল হতে পারে সেটাই তো কারও মাথায় আসবেনা। কিন্তু সেটাই তো হল। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রতিবছরই এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ বেছে নেয় তাদের চিড়িয়াখানার সেরা যুগলকে।

প্রেমে তারা কতটা মগ্ন হয়ে সারাবছর কাটাল তার ওপর নির্ভর করে সবটা। এজন্য প্রথমে কয়েকটি জোড়াকে বেছে নেওয়া হয়। তারপর তাদের মধ্যে থেকে সেরা বেছে তাদের ভ্যালেন্টাইনস ডে-তে পুরস্কৃত করা হয়। তাদের নাম প্রকাশ করা হয়।


এতদিন দেখা গেছে একইধরনের প্রাণির যুগল তাদের প্রেমময় বছর কাটানোর পর সেই সম্মান অর্জন করে। গতবছর যেমন ২টি ভেড়ার প্রেম সেরা হয়েছিল।

এবার কিন্তু সকলকে অবাক করে একটি ভেড়া ও একটি বেড়ালের প্রেম সেরা হয়েছে। তারাই হয়েছে বছরের সেরা যুগল। এর অন্যতম কারণ হিসাবে বেছে নেওয়া হয়েছে ওই ভেড়াটির সঙ্গে বেড়ালটির আচরণ।


মাসাজিক নামে একটি বেড়াল ও বেগাল নামে ভেড়াটিকে সারাবছর যেভাবে প্রায়ই দেখা গেছে সেটাই মুখ্য। ইউক্রেনের এই চিড়িয়াখানায় থাকা মাসাজিক নামে বেড়ালটির এই নামের মানে হল মাসাজ থেরাপিস্ট।

আর সেই মাসাজিককে সারাবছরের বিভিন্ন সময়ে বেগাল নামে ভেড়াটির পিঠে বসে নানা কসরত করতে দেখা গেছে। ভেড়ার সঙ্গে তার এই ভালবাসাই নজর কেড়ে নিয়েছে বিচারকদের।

২টি ভিন্ন প্রাণির সম্পর্ককে সেরা যুগলের তকমা দিতে তাই তাঁদের চিন্তা করতে হয়নি। পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button