ভিতরে বড্ড গরম, ঠান্ডা হতে বিমানের ডানায় হেঁটে বেড়ালেন মহিলা
বিমানের মধ্যে নাকি তাঁর বড্ড গরম লাগছে। তাই বিমানের ডানার ওপর হেঁটে বেড়ালেন এক মহিলা যাত্রী।
কিয়েভ : কিছুক্ষণ হল অবতরণ করেছে বিমানটি। বিমান থেকে একে একে যাত্রীরা নেমে আসছেন। ঠিক তখনই দেখা গেল বিমানের আপৎকালীন দরজা খুলে এক মহিলা যাত্রী সোজা বেরিয়ে গেলেন। আপৎকালীন দরজা মানেই তা খুললে মিলবে বিমানের ডানা। সেই ডানার ওপর হাঁটতে শুরু করেন তিনি। এ প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটতে থাকেন ওই মহিলা। এমনও হয় নাকি! অবাক চোখে এই কাণ্ড দেখে হতবাক বিমানবন্দরের কর্মীরাও।
তুরস্ক থেকে বিমানটি এসেছিল ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ-এ। কিয়েভের বিমানবন্দরে অন্য যাত্রীদের সঙ্গে নিজের ২ সন্তানকে নিয়ে ওই বিমানেই অবতরণ করেন ওই মহিলা। বিমান যখন কিয়েভের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে, তখনই তিনি এই কাণ্ডটি করেন। পরে তাঁকে বুঝিয়ে ডেকে নেওয়া হয় বিমানের মধ্যে। পরে তিনি বিমান থেকে নেমে আসেন নিজের ২ সন্তানের কাছে।
গরম লাগছিল বলে কোনও যাত্রী এভাবে কাউকে কিছু না বলে আপৎকালীন দরজা খুলে বিমানের ডানায় চড়ে ইচ্ছে মত বেড়াতে পারেন? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিমানবন্দর কর্তৃপক্ষ এমন কাণ্ডকে কখনই ভাল চোখে নিচ্ছে না। ওই বিমান সংস্থাও চটেছে এমন কাণ্ডে। ওই মহিলাকে কালো তালিকাভুক্ত করেছে ইউক্রেনের ওই বিমান সংস্থা। বিমানে যাত্রীরা নিয়মভঙ্গ করলে এমনভাবে তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়ে থাকে। শুধু তাই নয়, ওই মহিলাকে মোটা অঙ্কের জরিমানাও গুনতে হবে বলে জানিয়ে দিয়েছে বিমান সংস্থা।
কেন তিনি এমন কাণ্ড করলেন? একথা জানতে চাওয়া হলে প্রথমে যুতসই উত্তর খুঁজে পাচ্ছিলেন না ওই মহিলা। পরে তিনি দাবি করেন বিমানের মধ্যে তাঁর খুব গরম লাগছিল। তাই তিনি দরজা খুলে বেরিয়ে ডানায় চড়ে হাওয়া খাচ্ছিলেন। যাতে শরীর জুড়োয়। যদিও এমন যুক্তিকে এক বাক্যে মেনে নিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই মহিলার আরও অন্য কোনও মতলব ছিল কিনা তা তারা খুঁজে দেখছে।