বাজেটের ভারী ভারী তত্ত্বের মাঝে আমজনতার চোখ থাকে একটাই দিকে। বাজেটে আয়করে কতটা ছাড় দিল কেন্দ্র? বেশ কিছুদিন আগে থেকে আয়করে ছাড় নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। এবারের বাজেটে আয়করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় বলবত রেখে ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঘোষণা করেছেন ৩ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে দিতে হবে না কোনও কর। তবে শর্তসাপেক্ষে। ৩ লক্ষ টাকা আয় করলে ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে ৮০সি এর আওতায়। তবেই মিলবে এই ছাড়। ৩ লক্ষ টাকা থেকে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আড়াই হাজার টাকা কর দিলেই নিশ্চিন্ত হওয়া যাবে। ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের আওতাধীন মানুষজন যাঁরা ব্যবসায়ী নন, তাঁদের মাত্র ১ পাতা রিটার্নের ব্যবস্থা করছে কেন্দ্র। একে মধ্যবিত্তের জন্য সামান্য হলেও আয়করে রেহাই হিসাবে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। এর পরের ধাপে ৫ লক্ষ টাকা রোজগারে আয়কর দিতে হবে ৭ হাজার ৭২৫ টাকা, এরপর থেকে প্রতি ধাপে ৪৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ছাড় মিলবে ১২ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ এই পরিমাণ টাকা কম দিতে হবে কর বাবদ। ৫০ হাজার টাকা আয়ের ওপর করে সাশ্রয় মিলবে ১৮ হাজার ৮৭৫ টাকা। ৫০ থেকে ১ কোটি পর্যন্ত যাঁদের বার্ষিক রোজগার তাঁদের করের ওপর গুনতে হবে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জ। ১ কোটি টাকার ওপর রোজগার হলে গুনতে ১৫ শতাংশ সারচার্জ। এদিন কটাক্ষের সুরেই অর্থমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত দেশের অনেক মানুষ কর দিচ্ছেন না। কারণ দেশে গাড়ি বিক্রি বেড়েছে, বিদেশ ভ্রমণ বেড়েছে অথচ খাতায় কলমে দেশের মাত্র ২৪ লক্ষ মানুষের বার্ষিক আয় ১০ লক্ষের বেশি। তবে তাঁর দাবি বিমুদ্রাকরণের জেরে ঐতিহাসিকভাবে আয় ঘোষণা করা বেড়েছে। অন্যদিকে দেশের যুব সম্প্রদায়কে স্বনিযুক্তির প্রতি উৎসাহিত করতে ও যাঁরা ইতিমধ্যেই নতুন ব্যবসা শুরু করেছেন তাঁদের উৎসাহ দিতে কর ছাড়ের ঘোষণা রয়েছে বাজেটে। এছাড়া ব্যবসা ক্ষেত্রে ৫০ কোটি টাকা পর্যন্ত টার্ন ওভারে কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। অর্থমন্ত্রীর দাবি এতে এমএসএমই সংস্থাগুলি উপকৃত হবে।