রাজনৈতিক দলের কোষাগারে স্বচ্ছতা আনতে বেশ কিছু পদক্ষেপ বাজেট ঘোষণায় জায়গায় পেয়েছে। যা এর আগে কখনও কোনও বাজেটে দেখতে পাওয়া যায়নি। অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন এবার থেকে কোনও রাজনৈতিক দলকে কোনও ব্যক্তি বা সংস্থা অর্থ সাহায্য করতে চাইলে নগদে ২ হাজার টাকার বেশি করতে পারবেন না। এর চেয়ে বেশি টাকা দিতে গেলে তা দিতে হবে চেকে অথবা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে। তাও আবার ৩ লক্ষের বেশি করা যাবে না। এর চেয়ে বেশি টাকা দিতে গেলেও সুবিধা থাকছে। সেজন্য আরবিআইয়ের আইন সংশোধন করে ইলেকটোরাল বন্ড আনার কথা প্রস্তাব করা হয়েছে। সেই বন্ড কোনও বিশেষ দলের জন্য কিনতে পারবেন কোনও ব্যক্তি বা সংস্থা। ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে বন্ড কেনা যাবে। অন্যদিকে আইন মেনে রাজনৈতিক দলগুলিকে সময়ে রিটার্নও ফাইল করতে হবে। এর ফলে রাজনৈতিক দলগুলির আয়ের ওপর স্বচ্ছতা সামনে আসবে।