দেশের পরিকাঠামো উন্নয়নে সড়ক উন্নয়নের ভূমিকা অনস্বীকার্য। এবার বাজেটে সেই সড়ক উন্নয়নে ৬৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। উপকূল যোগাযোগ ব্যবস্থায় ২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা বলা হয়েছে। এছাড়া সার্বিক পরিকাঠামো বিকাশে বরাদ্দ করা হয়েছে ৩ হাজার ৯৬ কোটি টাকা। প্রতিরক্ষা খাতে ২ লক্ষ ৭৪ হাজার ১১৪ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকা ও চিনের হুমকির পর এই প্রতিরক্ষা বরাদ্দ অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বিজ্ঞানের বিকাশে ৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া অপরিশোধিত জ্বালানি মজুত রাখতে ওড়িশা ও রাজস্থানে স্ট্র্যাটেজিক ক্রুড অয়েল রিজার্ভ গড়ে তোলা হবে। জোর দেওয়া হয়েছে সৌরশক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রেও। এছাড়া ভারত যাতে ইলেকট্রনিক জিনিসপত্র নির্মাণে গ্লোবাল হাব হয়ে উঠতে পারে সে বিষয়েও বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। জোর দেওয়া হচ্ছে সাইবার সুরক্ষায়। সাধারণ মানুষের পাসপোর্ট তৈরির বিষয়টিও সরল করার চেষ্টা করা হয়েছে বাজেটে। এবার থেকে শুধমাত্র পাসপোর্ট অফিসেই নয়, বড় পোস্ট অফিসেও মিলবে পাসপোর্ট। এছাড়াও সুপার বিল্ড নয়, এবার থেকে কার্পেট এরিয়ার ওপর ফ্ল্যাটের দাম নির্ধারণ করতে হবে। এদিন বাজেটে এই ঘোষণা নতুন যাঁরা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাঁদের জন্য সুখবর বয়ে এনেছে। পাশাপাশি বাজেট ঘোষণা খতিয়ে দেখে ব্যাঙ্কগুলিও মেনে নিচ্ছে আগামী দিনে গৃহঋণে সুদের হার কমবে। কিছুটা হলেও স্বস্তি পাবেন গ্রাহকরা। অন্যদিকে ১০০ দিনের কাজের আওতায় ১ লক্ষ পুকুর খোঁড়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। খরা মোকাবিলায় এই পদক্ষেপ বলে এদিন জানান অর্থমন্ত্রী।