বাজেট ভাষণের শুরুতেই অর্থমন্ত্রী এদিন পরিস্কার করে দেন দেশের নতুন প্রজন্মের কথা এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে। সেইমত গুরুত্বও পেয়েছে তরুণ প্রজন্মের জন্য প্রকল্পের সারি। তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্র ১০০টি উৎকর্ষ কেন্দ্র গড়তে চলেছে। প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র গড়া হবে ৬০০টি জেলায়। ‘স্বয়ং’ নাম দিয়ে একটি অনলাইন প্রোগ্রামও আনছে কেন্দ্র। জোর দেওয়া হচ্ছে বিজ্ঞান শিক্ষার বিকাশেও। যাঁরা আগামী দিনে বিদেশে চাকরি করতে যেতে চান বা যাঁদের যেতে হতে পারে তাঁদের কথা মাথায় রেখে ১০০টি ইন্ডিয়া স্কিল সেন্টার গড়ার কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বিদেশি ভাষা শিক্ষার সুযোগ পাবেন। এছাড়া বাজার ভিত্তিক প্রশিক্ষণের জন্য ‘সংকল্প’ নামে বেশ কিছু কেন্দ্র গড়া হবে। যেখানে মোট ব্যয়বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৪ হাজার কোটি টাকা। এছাড়া থাকছে ভোকেশনাল কোর্সের সুবিধা। যেখানে আগামী অর্থবর্ষে চামড়া ও চামড়ার জুতোর ওপর প্রশিক্ষণে জোর দেওয়া হবে। এদিকে নতুন প্রজন্মের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা নিয়ে রাজনৈতিক মহল ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে। কারণ সামনে ৫ রাজ্যের নির্বাচনে এবার একটা বড় অংশের ভোটার প্রথম ভোট দিতে চলেছেন বা ভোট দেওয়ার অভিজ্ঞতা থাকলেও বয়সে তরুণ। ফলে সেই বিশাল ভোট ব্যাঙ্ককে নিজেদের বাক্স বন্দি করতেই এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেলেন দেশের যুবসমাজ।